কলকাতা: হাসপাতাল থেকে ছুটি পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫মিনিটে কলকাতার উডল্যান্ডস হাসপাতাল থেকে বেহালার বাড়ি ফিরলেন তিনি। সৌরভের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। হাসপাতাল ছাড়ার আগে সব চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানান তিনি। জীবন ফিরে পেলাম, আশা করি দ্রুত উড়তে পারব, এমনই মন্তব্য করলেন সৌরভ।
উল্লেখ্য, গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন সৌরভ। বুধবার তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আরও ১ দিন হাসপাতালে থাকতে চান তিনি। বৃহস্পতিবার ছুটি দেওয়া হয় তাঁকে। এদিন হাসপাতাল ছাড়ার আগে উপস্থিত সাংবাদিক ও জনতার উদ্দেশ্যে সৌরভ কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতাল ছাড়ার পর হাসপাতালের কর্ণধার রূপালি বসু জানান, আপাতত অন্তত ২ সপ্তাহ বাড়িতেই পর্যবেক্ষণে থাকবেন সৌরভ। তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখবেন হাসপাতালের মেডিকেল সুপার চিকিৎসক সপ্তর্ষি বসু। তারপর সৌরভের পরবর্তী চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।