উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পর্তুগালকে (Portugal) হারিয়ে শেষ ষোলোতে পৌছে গেল দক্ষিণ কোরিয়া। পর্তুগালের জন্য ম্যাচটা ছিল পরীক্ষা নিরীক্ষার। কারণ গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে নকআউট রাউন্ডে পৌঁছে গেছে ক্রিস্টিয়ানো রোনালডোর পর্তুগাল। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জন্য ম্যাচটা বাঁচামরার। সেই বাঁচামরার ম্যাচে শেষ মুহূর্তে সং হিউং মিন ম্যাজিকে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছে যাওয়ার পথে এগিয়ে গেল দক্ষিণ কোরিয়া।
শুক্রবার জয়ের লক্ষ্য নিয়ে পর্তুগালের বিরুদ্ধে মাঠে নামে দক্ষিণ কোরিয়া। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাচা-মরার লড়াই ছিল কোরিয়ার।গ্রুপ পর্যায়ে আগেই দুটি ম্যাচ জিতে শেষ ষোলোতে পৌঁছে গিয়েছে পর্তুগাল।জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ৫ মিনিটেই এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। ম্যাচের ২৮ মিনিটের মাথায় সমতায় আনে পর্তুগাল।
ইনজুরির জল্পনাকে উড়িয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছেন ক্রিশ্চিয়ানো রোনালডো। তার দলের শুরুটাও হয়েছে দুর্দান্ত। পঞ্চম মিনিটেই গোল দিয়ে এগিয়ে যাওয়া পর্তুগাল দ্রুতই গোল খেয়ে বসে। সেটাও আবার সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালডোর ভুলে। ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় পর্তুগাল। মাঝমাঠ থেকে বাড়ানো বলে ডান দিকে থেকে বল নিয়ে ডি বক্সে ঢুকে পাস দেন ডিওগো ডালোট। তার পাস থেকে বল জালে জড়ান রিকার্ডো হোর্টা। তার করা গোলে শুরুতেই লিড পায় পর্তুগাল। লিড পেয়েও আক্রমণ চালিয়ে যায় পর্তুগাল।
অন্যদিকে পাল্টা আক্রমণে যায় দক্ষিণ কোরিয়া। ম্যাচের ১৬ মিনিটে পর্তুগালে জালে বল জড়ান কিম জিনসু। তবে তা অফ সাইডের কারণে বাতিল করে দেন রেফারি। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ২৮ মিনিটে কর্নার থেকে গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। কর্নার থেকে ভেসে আসা বল পেয়ে জালে জড়ান কিম ইয়ং-গওন। তার গোলে ম্যাচে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া।
এরপর বেশ কিছু আক্রমণ করে দু’দল। তবে গোলের দেখা পায় না কেউ। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-১ গোলে সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া।
বিরতি থেকে ফিরেই গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে পর্তুগাল। বেশ কিছু আক্রমণ করে তারা। তবে গোল পেতে ব্যর্থ হয়। ১-১ গোলের সমতায় থেকে খেলতে থাকে দু’দল। তবে দ্রুতই নিজদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণে যায় দক্ষিণ কোরিয়া। তবে গোলের দেখা পায় না তারাও। বল পজিশনে বেশ দাপট দেখায় পর্তুগাল। ম্যাচের ৮৬ মিনিটে কাউন্টার অ্যাটাকে যায় তারা। তবে সেখান থেকেও সুবিধা করতে পারেনি তারা। ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের দেখা পায় দক্ষিণ কোরিয়া। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে ডিফেন্স চেড়া পাস দেন সন হিউন মিন। তার পাস থেকে বল পেয়ে প্লেসিং শটে বল জালে জড়ান বদলি নামা হোয়াং হি-চ্যান।
এরপর পিছিয়ে পড়ে গোলের জন্য চেষ্টা চালায় পর্তুগাল। তবে আর কোন গোল না হলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। উরুগুয়ের সমান ৪ পয়েন্ট নিয়েও গ্রুপ রানার আপ হয়ে নক আউট পর্ব নিশ্চিত করল দক্ষিণ কোরিয়া।
আরও পড়ুন: আচমকাই মাঠে উপস্থিত নেইমার! সেলফি তুলতে ভিড় জমালেন দর্শকরা