কলকাতা: বুধবার দুপুরে নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandhopadhyay) দপ্তরে হঠাৎ দেখা গেল শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। কী কারণে তাঁরা সেখানে গিয়েছেন তা জানা না গেলেও সম্ভবত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই তাঁরা সেখানে গিয়েছেন বলে খবর।এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ শোভন এবং বৈশাখী নবান্নে পৌঁছে সোজা চোদ্দতলায় উঠে যান। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ প্রায় ছিল না শোভন-বৈশাখীর। তবে কি ফের তৃণমূলে ফিরতে চলেছেন তাঁরা? শুরু হয়েছে জোর জল্পনা।
আরও পড়ুন : ‘অগ্নিপথ’ নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পদক্ষেপ নেওয়ার কথা বললেন অধীর চৌধুরী