ঘোকসাডাঙ্গা: বৃষ্টির দিনে দিনরাত ট্রাফিক সহ নানা ডিউটিতে খুবই অসুবিধায় পড়তে হয় ডিউটিরত সিভিক ভলান্টিয়ার্স, পুলিশকর্মীদের। আর তাই শুক্রবার ঘোকসাডাঙ্গা (Ghoksadanga) থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার্স ও পুলিশকর্মীদের হাতে ছাতা ও রেইনকোট তুলে দিলেন কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার। এপ্রসঙ্গে সুমিত কুমার জানান, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন থানায় ছাতা ও রেইনকোট প্রদান করা হবে। এরফলে বৃষ্টির দিনে পুলিশকর্মীদের ডিউটি করতে সুবিধা হবে। থানা সূত্রে জানা গিয়েছে, এদিন ৭০ টি ছাতা ও ৭৫ টি রেইনকোট তুলে দেওয়া হয়েছে।
অন্যদিকে, এদিন ঘোকসাডাঙ্গা থানা চত্বরে পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। থানা চত্বরে চারাগাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার। এদিন প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ, মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বার্মা, ঘোকসাডাঙ্গা থানার ওসি তথা আইপিএস সহ পুলিশ কর্তারা।
আরও পড়ুন: Coochbehar | সিল করা খালি গ্যাস সিলিন্ডার দেওয়ার অভিযোগ ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে