বর্ধমানঃ করোনায় জুবুথুবু গোটা দেশ। তার মাঝেই একাধিক কাক ও কুকুরের মৃত্যু ঘিরে আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারে। রবিবার সকালে ভাতারের বলগোনা বাজার এলাকায় ৮-১০টি কুকুর ও বেশ কয়েকটি কাক মরে পড়ে থাকতে দেখা যায়। করোনা সংক্রমণেই এমনটা হয়েছে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। সেখানে আরও কয়েকটি কুকুরকে ঝিমিয়ে পড়ে থাকতে দেখা যায় বলেও জানিয়েছেন তাঁরা। বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। ফোন মারফত বিষয়টি বিডিও অফিস এবং থানায় জানানো হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেন প্রাণীসম্পদ দপ্তরের কর্মী ও আধিকারিকরা।
ভাতার ব্লকের বিডিও শুভ্র চট্টোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার কথা জানার পরেই তিনি প্রাণীসম্পদ দপ্তরের আধিকারিককে খবর পাঠান। পরে ভাতার ব্লক প্রাণীসম্পদ দপ্তরের কর্মীরা ওই এলাকায় গিয়ে মৃত কুকুর ও কাকের শরীরের নমুনা সংগ্রহ করেন। ওই নমুনা প্রাণীসম্পদ দপ্তরের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
যদিও প্রাণীসম্পদ দপ্তরের আধিকারিক শঙ্খ ঘোষ জানিয়েছেন, কাক ও কুকুরের মৃত্যুর সঙ্গে করোনা ভাইরাসের কোনও সম্পর্ক নেই। বিষক্রিয়ায় মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
বলগোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমজাদ শেখ জানিয়েছেন, কী কারণে কুকুর ও কাকের মৃত্যু হল, তার তদন্ত হচ্ছে। এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।