শিলিগুড়িঃ ইন্দোনেশিয়া থেকে ফিরেও হোম কোয়ারান্টিনে না থেকে চেম্বারে বসছিলেন এক চিকিৎসক। এমনই অভিযোগ উঠেছে শিলিগুড়িতে। জেলা হাসপাতালের উল্টো দিকে একটি চেম্বারে বসছিলেন ওই ইএনটি বিশেষজ্ঞ। বিষয়টি জানাজানি হতেই সোমবার স্থানীয়রা এসে তাঁকে ঘেরাও করেন। হোম কোয়ারান্টিনে থাকার বিষয়টি তাঁর জানা ছিল না বলে দাবি করেন ওই চিকিৎসক।
বিষয়টি নিয়ে চেম্বারে উপস্থিত রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতেই তড়িঘড়ি ওই চেম্বার বন্ধ করে দিয়ে চলে যান ওই চিকিৎসক। তাঁর বক্তব্য, ‘হোম কোয়ারান্টিনে থাকার বিষয়টি আমার ছিল না।’