ডিজিটাল ডেস্ক : একদিকে যখন কেন্দ্রে আদিবাসী জনসমাজের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) , অন্যদিকে তখন রাজ্য সরকার আদিবাসী ধর্মকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। জানা গিয়েছে, ‘সারনা’ এবং ‘সারি’ ধর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য বিধানসভায় আগামী অধিবেশনে বিল পাস হতে পারে। সূত্রের খবর, ইতিমধ্যেই বিধানসভার পরিষদীয় দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে আইন দপ্তরের। প্রসঙ্গত, আদিবাসী জনসমাজের দীর্ঘদিনের দাবি এটি। এই নিয়ে ২০২০ সালের ডিসেম্বরে কেন্দ্রকে চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে। কিন্তু কেন্দ্রের কাছ থেকে এই নিয়ে কোন সাড়া পাওয়া যায়নি। তাই এবার রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে রাজ্য সরকারের এই পদক্ষেপের পেছনে বিরোধীরা ভোটের রাজনীতি দেখছে। রাজ্যের তৃণমূল সরকারের এই পদক্ষেপ কতদূর সফলতা পায়, সেদিকেই নজর থাকবে বিশেষজ্ঞদের।
নীতিশ কুমারের সামনে এবার আস্থা ভোটের চ্যালেঞ্জ
ডিজিটাল ডেস্কঃ বিহারে নতুন সরকার তো চলে এসেছে। এবার নতুন সরকারের সামনে বড় পরীক্ষা। কার্যত নীতিশ কুমারকে এবার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ...
Read more