কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসছেন অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)। এখবর জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এবার চলচ্চিত্র উৎসবে বিগ বি’কে সম্মান জানাতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। যার উদ্বোধন করবেন জয়া বচ্চন। কিছুদিন আগেই আশি বছরে পা দিয়েছেন অমিতাভ। তাঁর আশিতম জন্মদিনকে সেলিব্রেট করতেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে বিগ-বি’র বিভিন্ন মুহূর্তের ছবির পাশাপাশি তাঁর সিনেমার পোস্টার দেখতে পাওয়া যাবে। একটি বিশাল পোট্রেটও থাকার কথা রয়েছে। জানা গিয়েছে, তাঁকে নিয়ে তৈরি একটি শর্ট ফিল্মও দেখানো হবে প্রদর্শনীতে। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ-জয়া ছাড়াও থাকবেন শাহরুখ খান। আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।
এপাং ওপাং ঝপাং…! এমন অখাদ্য জিনিশ গ্রন্থাগারে না রাখার পরামর্শ দিয়ে বিতর্কে গঙ্গোপাধ্যায়
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা নিয়ে কটাক্ষ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর লেখার ধরন নিয়েও...
Read more