কিয়েভ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে ভারতীয় পড়ুয়াদের নিয়ে ইউক্রেন থেকে দেশে ফিরল এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান। মঙ্গলবার সাড়ে ১১টা নাগাদ কিয়েভ থেকে আসা বিমানটি দিল্লিতে অবতরণ করেছে।
সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ ইউক্রেনের রাজধানী কিয়েভের বরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪২ জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার ওই বিশেষ বিমান। গতকাল রাতে বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়া সংঘাতের আবহে চিন্তিত গোটা বিশ্ব। যেকোনও মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এমন আশঙ্কায় ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের দ্রুত দেশে ফেরার পরামর্শ দিয়েছিল ভারতীয় দূতাবাস। সেসময় অভিযোগ ওঠে, বিমানের টিকিট মিলছে না। তারপরই ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের দ্রুত দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে ভারত সরকার।
আরও পড়ুন : মার্কিন মহিলার চোখে ঢুকল তিনটি জীবন্ত মাছি, তারপর যা হল…