ডিজিটাল ডেস্কঃ বেশ কিছুদিন যাবৎ আনিস খানে(Anis Khane)র মৃত্যু তদন্ত চলছে। কিন্তু সেই তদন্ত দীর্ঘায়িত হচ্ছে বলে দাবি আনিসের পরিবারের। ইতিমধ্যে মামলা হয়েছে হাইকোর্টে। আর সেই শুনানীতে হাইকোর্ট থেকে আজ সিটকে নির্দেশ দেওয়া হলো আনিস খানের মামলা দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে শেষ করার। এ ব্যাপারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ১৮ ই এপ্রিল মামলার পরবর্তী শুনানি। আদালত বলেছে, প্রয়োজন ছাড়া এক মাসের সময়সীমা বাড়ানো হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে আনিস খানের মৃত্যুর তদন্ত চালাচ্ছে সিট। সিটের তরফ থেকেও তদন্তের কাজ দ্রুত শেষ করার কথা বলা হচ্ছে। আপাতত মনে করা হচ্ছে, আদালতের নির্দেশে আনিসের মৃত্যু তদন্ত এবার গতি পাবে এবং সেই গতি পাওয়ার ফলে নতুন কোন তথ্য সামনে আসে কিনা সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন : মা উড়ালপুলে দুর্ঘটনা, আহত ২