ডিজিটাল ডেস্ক : রাশিয়া-ইউক্রেন(russia-ukraine) যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে এই যুদ্ধ পরিস্থিতিতে ভয়ানক উদ্বেগে রয়েছে ভারত। তার কারণ, ইউক্রেনে আটকে রয়েছেন বেশকিছু ভারতীয়।
আরও পড়ুনঃ আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সংঘাত মেটানোর পরামর্শ জিনপিংয়ের
তাঁদেরকে দেশে ফেরানোর সবরকম চেষ্টা চালানো হচ্ছে। তবে ইউক্রেনের ভারতীয় দূতাবাস(Indian Embassy) থেকে পরামর্শ দেওয়া হয়েছে, বিভিন্ন সীমান্ত চেকপোস্টের পরিস্থিতি যথেষ্ট সংবেদনশীল। তাই ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করে যেন ভারতীয়রা সীমান্তের চেকপোস্টে না যান। ভারতীয়দের উদ্ধারের জন্য ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি টোল ফ্রি(Toll free) নাম্বার চালু করা হয়েছে। সব মিলিয়ে ভারতীয়দের ফিরিয়ে আনার ক্ষেত্রে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ ভারতকে চাপ রাশিয়ার