দিনহাটা: রথযাত্রার সকালে বিশেষ পুজো অনুষ্ঠিত হল দিনহাটার শতাব্দী প্রাচীন মদনমোহন বাড়িতে। কোচবিহার(Coochbehar) রাজার পরম্পরা মেনে আজও দেবত্র ট্রাস্টের অধীনে থাকা এই মন্দিরে পুজো হয়ে আসছে। মন্দিরের প্রধান পুরোহিত রতন ভট্টাচার্য জানান, শুক্রবার সকালে কৃষ্ণ, বলরাম, সুভদ্রার পুজো হয়। ফলপ্রসাদ নিবেদন করা হয় তাঁদের উদ্দেশে। এরপর ভোগ নিবেদন করা হবে।
রতনবাবু জানান, পুরো পুজো প্রক্রিয়া হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে। মন্দিরের পুজো শেষ করে বিকেলে রথযাত্রার আগে বিশেষ পুজো হবে। এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে রথে উঠবেন কৃষ্ণ, বলরাম, সুভদ্রা ও নারায়ণ। সেইসঙ্গে রথ বেরিয়ে যাবে দিনহাটার রাজপথের উদ্দেশে।
আরও পড়ুনঃ হাতির হামলায় তছনছ পাঁচটি শ্রমিক আবাস