কোচবিহার: এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন বিশেষভাবে সক্ষমরা। তাদের অভিযোগ, নিয়মিত মেডিকেল বোর্ড বসছে না। ফলে তাদের বিশেষভাবে সক্ষমের পরিচয় পত্র পুনর্নবীকরণ হচ্ছে না। কেউ কেউ আবার দীর্ঘদিন ঘুরেও নতুন শংসাপত্র পাননি। ফলে রাজ্য সরকারের মানবিক প্রকল্পের প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার ঘুরেও কাজ না হওয়ায় শুক্রবার শতাধিক বিশেষভাবে সক্ষমরা মেডিকেলের বহির্বিভাগের সামনে বিক্ষোভ দেখান।
তাদের দাবি, দ্রুত মেডিকেল বোর্ড বসিয়ে বিশেষভাবে সক্ষমদের শংসাপত্র দেওয়া হোক। মেডিকেলের এমএসভিপি ডা: রাজীব প্রসাদ জানিয়েছেন, প্রচুর আবেদন জমে গিয়েছে। কর্মী কম থাকায় ধীরে ধীরে কাজ করা হচ্ছে।