দেরাদুন: দশ জনের মন্ত্রিসভা গঠনের পর দেখা যায়, সাত জনই কংগ্রেস থেকে আগত। মন্ত্রিসভায় বিজেপি-সঙ্ঘের পুরোনো লোক বলতে মাত্র তিন জন। মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়ত যাঁদের অন্যতম। ৪ বছর আগে সরকারের মাথায় এই আরএসএস প্রচারককে রেখে ও বেশির ভাগ অন্য দল থেকে আসা নেতাদের নিয়ে মন্ত্রিসভা গড়ে, উত্তরাখণ্ডে নতুন রাজনৈতিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছিল বিজেপি। আর সেই পরীক্ষার ফলাফলস্বরূপ উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী বদলের দাবি উঠল চার বছর পরে।
সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গত শনিবার দলের সহসভাপতি রমন সিংহ ও দুষন্ত গৌতমকে পর্যবেক্ষক হিসেবে দেহরাদূনে পাঠিয়েছিলেন। তাঁরা মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিজেপির বিধায়ক, সাংসদ ও আরএসএস নেতাদের সঙ্গেও বৈঠক করেন। ফিরে এসে নাড্ডাকে জানান পরিস্থিতি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কেন্দ্রের শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, অজয় ভট্ট, অনিল বালুনি, সতপাল মহারাজদের নাম জল্পনায় রয়েছে।
দলীয় সূত্রের দাবি, অধিকাংশ বিজেপি বিধায়কই মত দিয়েছেন, মুখ্যমন্ত্রীর পদে বদল না-হলে আগামী বছর বিধানসভা নির্বাচনে জেতা কঠিন হবে। যদিও মুখ্যমন্ত্রী নিজে তো বটেই, রাজ্যের বিজেপি সভাপতি বংশীধর ভগতও এমন বদলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।