রতুয়া: দুর্ঘটনা এড়াতে রতুয়া-ভালুকা রাজ্য সড়কে বসছে স্পিড ব্রেকার। মালদা জেলা পুলিশের নির্দেশে এই উদ্যোগ নিয়েছে রতুয়া থানা। সোমবার রতুয়া-ভালুকা রাজ্য সড়কে রতুয়া স্টেডিয়ামের সামনে এবং দেবীপুর সহ একাধিক জায়গায় স্পিড ব্রেকার বসানোর কাজ শুরু করেছে প্রশাসন।
স্থানীয় বাসিন্দাদের কথায়, স্পিড ব্রেকার না থাকায় রতুয়া-ভালুকা রাজ্য সড়কে দ্রুতগতিতে যানবাহন চলাচল করে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ মানুষকে। প্রশাসনের তরফে স্পিড ব্রেকার বসানোর কাজ শুরু হয়েছে। এটা খুব ভালো উদ্যোগ।