নাগপুর: দুর্ঘটনাস্থলে উদ্ধারে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক পুলিশ আধিকারিক। মৃতের নাম জয়ন্ত বিষ্ণু শেরেকর (৪২)। ঘটনায় জখম হয়েছেন আরও সাতজন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) নাগপুরের পারসেওনির নয়াকুণ্ড এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নয়াকুণ্ড এলাকায় ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে তার মধ্যেই আটকে পড়েন চালক। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছোন পারেসনি থানার পুলিশ আধিকারিক জয়ন্ত বিষ্ণু শেরেকর সহ অন্যরা। গাড়িচালক বিক্রম সিং ব্যাসকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন তিনি। সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাস্থল ঘিরে থাকা ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশ আধিকারিকের। গুরুতর জখম হন আরও সাতজন। পুলিশ জানিয়েছে, গাড়িটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।