নয়াদিল্লি: জবলপুরগামী বিমানে ধোঁয়া! শনিবার সকালে বিমানে ধোঁয়া দেখতে পান কর্মীরা। দ্রুত বিমানটিকে দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) নিরাপদে অবতরণ করানো হয়।
#WATCH | A SpiceJet aircraft operating from Delhi to Jabalpur returned safely to the Delhi airport today morning after the crew noticed smoke in the cabin while passing 5000ft; passengers safely disembarked: SpiceJet Spokesperson pic.twitter.com/R1LwAVO4Mk
— ANI (@ANI) July 2, 2022
বিমানটি যখন ৫ হাজার ফুট উচ্চতায় ছিল, তখন বিমানে হঠাৎই ধোঁয়া দেখা যায়। তবে সব যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে।
আরও পড়ুন: Shatabdi Express | চায়ের দাম ২০ আর সার্ভিস চার্জ ৫০, দেখে মাথায় হাত যাত্রীর