কলকাতা : বৃহস্পতিবারও অনুশীলনে করতে পারলেন না প্রীতম কোটাল-অমরিন্দার সিংরা। এবং শুধু এটিকে মোহনবাগানই নয়, তাদের পরবর্তী প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসিকেও অনুশীলনে নামতে দেওয়া হয়নি। একাধিক ক্লাবের ক্ষেত্রে এই হঠাত্ই নিষেধাজ্ঞা জারি করেছে লিগ কর্তৃপক্ষ। এই তালিকায় রয়েছে এসসি ইস্টবেঙ্গলও।
একের পর এক সংক্রমনের খবর আসছে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলি থেকে। যার জেরে জট পাকিয়ে গিয়েছে লিগ সূচি। আগামী শনিবার এটিকে মোহনবাগান এবং বেঙ্গালুরু মুখোমুখি হওয়ার কথা। কিন্তু সেই ম্যাচ আদৌ হবে কি না, তা পরিষ্কার করে বলতে পারছেন না আইএসএলের সঙ্গে যুক্ত কেউই। এর আগেই ওডিশা এফসির বিরুদ্ধে খেলতে পারেননি রয় কৃষ্ণারা। ফিজিয়ান তারকারই প্রথম সংক্রমন ধরা পড়ে বলে সূত্রের খবর। বুধবার প্রায় মাঝরাতে আরটিপিসিআর পরীক্ষার ফল আসার পরে নতুনকরে কোনও ফুটবলার আক্রান্ত হওয়ার খবর না পাওয়া গেলেও দেখা যায়, দলের এক সাপোর্ট স্টাফ সংক্রমিত।
তবে সমস্যা হল, ফুটবলাররা কেউ আক্রান্ত না হলেও তাঁরা এই সাপোর্ট স্টাফের কাছাকাছি এসেছেন। যার ফলেই এদিন অনুশীলন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। সবথেকে বড় কথা, যেসব ফুটবলারের সংক্রমন হয়েছিল, তাঁরা কেউই আগামী ম্যাচে মাঠে নামতে পারবেন না। ফলে দল গড়াও এখন সমস্যা সবুজ মেরুনে। যে সমস্যা অবশ্য নেই বেঙ্গালুরু এফসির। কিন্তু দুটো দলকেই যদি শুক্রবার ফের অনুশীলন করতে না দেওয়া হয় সেক্ষেত্রে ম্যাচ খেলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে বলেই ওয়াকিবহাল মহলের বক্তব্য। তবে এই বিষয়ে শেষ সিদ্ধান্ত এদিন এবং শুক্রবারের রিপোর্টের ভিত্তিতেই হবে। যেমনটা ওড়িশা-এটিকে মোহনবাগান ম্যাচের দিনই নেওয়া হয়েছিল।
এদিকে, এসসি ইস্টবেঙ্গলের হোটেলেও সংক্রমন বেড়েছে বলে খবর। তাদের আবার হোটেল কর্মীদের একটা বড়ো অংশ সংক্রামিত। যে রিপোর্ট আসার পরে এদিন অনুশীলন বন্ধ করে দেওয়া হয় লাল হলুদেরও। ফলে মারিও রিভেরা শুরু করতে পারলেন না তাঁর কাজ। তবে রেনেডি সিং তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে শিবির ছাড়ছেনই। এসসি ম্যানেজমেন্ট তাঁকে থেকে যাওয়ার অনুরোধ করছেন বারবার। কিন্তু তিনি আর সহকারি হিসাবে থাকতে রাজি নন। ইতিমধ্যেই মহমেডান স্পোর্টিং থেকে মিহির সাওয়ান্তকে গোলরক্ষক কোচ হিসাবে নিয়ে গোয়ায় পাঠাচ্ছে এসসি ম্যানেজমেন্ট। তাদের বিদেশি গোলরক্ষক কোচও সম্ভবত দেশে ফিরে যাচ্ছেন।