উত্তরবঙ্গ সংবাদ ডেস্ক: বড়পর্দায় দুজন একসঙ্গে কাজ করলেও, এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও ওম সাহানি। পরিচালক অয়ন দে’র ‘ভয় পেয়ো না’ ছবিতে স্বামী ও স্ত্রী’র ভূমিকায় দেখা যাবে দুজনকে। এই হরর থ্রিলার ছবির মুখ্য চরিত্রে তাঁদের দেখবেন দর্শক। দুজনেই এই ছবির চরিত্র নিয়ে আশাবাদী।
ওম এবং শ্রাবন্তী ‘হুল্লোড়’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তবে এই প্রথম জুটি হিসেবে পর্দায় আসবেন। আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবে ছবির শুটিং। সংগীত পরিচালনায় রয়েছেন ডাব্বু। এছাড়া ছবির জন্য গাইবেন অনুপম রায়, জয় বর্মন, অন্তরা মিত্র।