মুম্বই : টানা পাঁচ ম্যাচ হেরে প্লে-অফের রাস্তা কঠিন করে ফেলেছিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে তারা ৩ রানে জিতে প্রতিযোগিতায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখল। ১৩ ম্যাচে সানরাইজার্সের পয়েন্ট ১২। শেষ ম্যাচে জয় ছাড়া আরও কিছু অঙ্ক মেলাতে পারলেই তারা সামনে এগোতে পারবে।
নিজামের শহরের জয়ে শুরুর দিকে নায়ক রাহুল ত্রিপাঠী (৪৪ বলে ৭৬) ও নিকোলাস পুরান (২২ বলে ৩৮)। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামার পর দলকে টানার কাজটা করেন ত্রিপাঠী। পাশে পেয়ে যান চলতি আইপিএলে প্রথমবার নামা প্রিয়ম গর্গকে (২৬ বলে ৪২)। দুইজনের ৭৮ রানের পার্টনারশিপ হায়দরাবাদের জন্য বড় রানের মঞ্চ গড়ে দিয়েছিল। পঞ্চম ওভারে জসপ্রীত বুমরাহকে (৩২/১) জোড়া চার ও একটি ছয় মেরে আক্রমণাত্মক ক্রিকেটের ইঙ্গিত দেন ত্রিপাঠী।
পিছিয়ে ছিলেন না দু’বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক প্রিয়মও। তাঁর ব্যাট থেকে এসেছে চারটি চার ও জোড়া ছক্কা। প্রিয়ম ফেরার পর ত্রিপাঠীর সঙ্গে জুটি বাঁধেন পুরান। চলতি আইপিএলে ধারাবাহিকতা দেখাচ্ছেন পুরান। এদিনও সেটাই বজায় রাখলেন। পুরান-ত্রিপাঠীর জুটিতে আসে ৭৬ রান। ৬ উইকেটে ১৯৩ রানে পৌঁছে যায় অরেঞ্জ ব্রিগেড। বুমরাহ, ড্যানিয়েল স্যামসরা (৩৯/১) এদিন সেভাবে সাফল্য না পেলেও বল হাতে চমকে দিলেন রামনদীপ সিং (২০/৩)।
রানতাড়ায় নেমে পালটা জবাব দিচ্ছিল মুম্বইও। রোহিত শর্মা (৩৬ বলে ৪৮) ও ঈশান কিষানের (৩৪ বলে ৪৩) ওপেনিং জুটিতে তারা ৯৫ রান তুলে ফেলেছিল। কিন্তু জুটি ভাঙার পরই চাপে পড়ে যায় মুম্বই। উমরান মালিকের (২৩/৩) গতি সামলাতে না পেরে পরপর ফিরে যান স্যামস (১৫), তিলক ভার্মারা (৮)। তারপরও টিম ডেভিড (১৮ বলে ৪৬) ১৮ নম্বর ওভারে চার ছক্কা হাঁকিয়ে টার্গেট নাগালের মধ্যে নিয়ে এসেছিলেন।
কিন্তু নিজের ভুলে ডেভিড রানআউট হতেই মুম্বই ফের ব্যাকফুটে। বাকি কাজটা করলেন ভুবনেশ্বর কুমার। শেষ ২ ওভার ১৯ রান বাকি, এমন সময়ে দেখা গেল ভুবন-ভোলানো বোলিং। ১৯তম ওভারে কোনও রান না দিয়ে একটি উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর (২৬/১)। শেষ ওভারে ফজলহক ফারুকি ১৫ রান দিলেও জয়ের থেকে সামান্য দূরে থামে মুম্বই। তারা আটকে যায় ৭ উইকেটে ১৯০ রানে।
আরও পড়ুন: IPL 2022: দ্রে রাসের ভরসায় প্লে-অফ নিয়ে মিরাকলের স্বপ্ন