উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দাদাগিরির মঞ্চে এবার শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। ‘ধড়ক’ সিনেমার গানে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে নাচলেন বলিউড অভিনেত্রী।পা মেলালেন সৌরভও। পাশাপাশি বাংলা বলতেও শোনা গেল তাঁকে। এর আগে তাঁর মা শ্রীদেবী এবং বাবা বনি কাপুরকেও দেখা গিয়েছে দাদাগিরির মঞ্চে। জাহ্নবী আসায় সেই স্মৃতি স্মরণ করেন সৌরভ। জাহ্নবীর পরনে ছিল সবুজ শাড়ি। ‘তাড়াতাড়ি করো’ কেবলমাত্র এই একটি কথাই বাংলায় বোঝেন বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ২০১৮ সাথে সিনেমার ক্যারিয়ার শুরু করেন জাহ্নবী। তারপর থেকে বিভিন্ন ছবিতেই অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ‘গুঞ্জন সক্সেনা: দ্য কার্গিল গার্ল’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। বিশেষ এই এপিসোডটি দেখা যাবে আগামী ১৫ মে অর্থাৎ রবিবার রাত সাড়ে ন’টা থেকে।
আরও পড়ুনঃ বলিউডে এবার কি খানেদের পেছনে ফেলে দিচ্ছেন দক্ষিণী নায়ক প্রভাস?