ডিজিটাল ডেস্ক: গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বাংলা অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হয়েছে তাঁর কবিতা গ্রন্থের জন্য। ইতিমধ্যেই এই নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে রাজ্যজুড়ে। বিরোধীরা করে চলেছেন একের পর এক কটাক্ষ। আর এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন সোশ্যাল মিডিয়ায় একেবারে অন্যভাবে বলে মনে করা হচ্ছে। কার্যত শ্রীলেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি কবিতা পাঠ করেছেন। শ্রীলেখা নিজে কটাক্ষর সুরে কিছু না বললেও তিনি যে এই ভিডিও এবং কবিতাপাঠ পুরোটাই বিদ্রুপ করে করেছেন, সে ব্যাপারে নিঃসন্দেহ নেটিজেনরা। তবে তৃণমূলের পক্ষ থেকে বা মমতা ব্যানার্জির পক্ষ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুন: কয়েন দিয়ে ভারতের মানচিত্র তৈরি করে নজর কাড়লেন সামশেরগঞ্জের অমরজিৎ