চালসা: আন্তর্জাতিক নেশামুক্তি সপ্তাহ উপলক্ষ্যে জন সচেতনতামূলক র্যালি(rally) করা হল। শুক্রবার মালবাজার(malbazar) ৪৬ ব্যাটালিয়ন এসএসবি’র তরফে ওই র্যালি করা হয়। এদিন সালবাড়ি মোড় থেকে ওই র্যালিটি বের হয়ে সংলগ্ন এলাকা পরিক্রমা করে।জনগণকে বিভিন্ন ধরনের নেশা থেকে বিরত থাকার আবেদন জানানো হয়। র্যালিতে পুরুষ ও মহিলা, এসএসবি জওয়ানরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ হাতির হামলায় বৃদ্ধের মৃত্যু