কলকাতা: ববিতা সরকারের পর এবার যোগ্যতার ভিত্তিতে আরও এক চাকরিপ্রার্থীর জয় হল। প্রিয়াংকা সাউ নামে ওই প্রার্থীকে দ্রুত চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । সমস্ত নথি খতিয়ে দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে জানান, পুজোর আগেই চাকরি দেওয়া হোক, তাঁরা অনেকদিন ধরে অপেক্ষা করছেন।
প্রসঙ্গত, এসএসসিতে যোগ্য প্রার্থীর চাকরি পাওয়া নিয়ে ববিতা সরকারের আইনি লড়াই দৃষ্টান্ত স্থাপন করেছে। পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতার চাকরি বাতিল হয়ে মেখলিগঞ্জের ওই স্কুলে ওই পদে চাকরি পেয়েছেন ববিতা। এমনকি ববিতার বকেয়া বেতন দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ইতিমধ্যে সেই টাকা পেয়ে গিয়েছেন তিনি। ববিতার মতোই আরও ২০ জন চাকরিপ্রার্থী মামলায় যুক্ত হন। তাঁদেরও একই অভিযোগ ছিল। এসএসসি-তে কম নম্বর পেয়েও অন্যরা চাকরি পেয়েছেন, তাঁরা বঞ্চিত হয়েছেন। সেই ২০ জনের মধ্যে রয়েছেন প্রিয়াংকা। স্কুল সার্ভিস কমিশনের দাবি, ২০১৭ সালের মেধাতালিকা অনুযায়ী মূলত মহিলা ক্যাটাগরিতে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। প্রিয়াংকার নম্বরের থেকে অন্যদের নম্বর বেশি থাকায় তাঁকে চাকরি দেওয়া সম্ভব হয়নি। তাঁকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের আইনজীবীকে জানান, আবেদনকারী ও তাঁর আইনজীবীকে নিয়ে বৈঠক করে আদালতকে পরবর্তী সপ্তাহে রিপোর্ট দিতে। মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। এই মামলার সঙ্গে যুক্ত বাকিদের আবেদনের শুনানি হবে ২৬ সেপ্টেম্বর।
আরও পড়ুন : আইটি পার্কে অবৈধ কল সেন্টারে সিআইডির হানা, গ্রেপ্তার ৩