মাথাভাঙ্গা: ঘরে ঢুকে প্রেমিকার বাবাকে কুপিয়ে খুন করল প্রেমিকের বন্ধু! ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম শিবু চন্দ (৫৪)। এই ঘটনায় অভিযুক্ত যুবক বিশাল মণ্ডলকে গ্রেপ্তার করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। মৃতের স্ত্রী সন্তোষী চন্দের অভিযোগ, রবিবার রাতে বাড়িতে ঢুকে তাঁর স্বামীকে ধাতব বস্তু দিয়ে কুপিয়ে খুন করে বিশাল।
সন্তোষীদেবী জানান, তাঁর ছোট মেয়ের সঙ্গে বাপি মিয়াঁ নামে এক যুবকের প্রণয়ের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে আপত্তি জানিয়েছিলেন তিনি ও তাঁর স্বামী। গতকাল রাতে ফোন করে ওই যুবককে তাঁর মেয়ের সঙ্গে মিশতে বারণ করেন। সেই রাতেই বাপির বন্ধু বিশাল এসে তাঁর স্বামীকে খুন করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মাথাভাঙ্গা থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় কাউন্সিলার তথা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ রায়। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বন্ধু বাপি মিয়াঁ সহ ঘটনায় আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার ধৃতকে আদালতে তোলা হয়েছে।