কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয়েছে মেডিকেল বোর্ড। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এদিকে, মহারাজের স্বাস্থ্যের বিষয়ে জানতে চেয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসেছিল বলে সূত্রের খবর।
সোমবার রাতে সৌরভ উডল্যান্ডসে ভর্তি হন। তাঁর করোনা সংক্রমণ ধরা পড়েছে। গতকাল রাতে তাঁকে মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি দেওয়া হয়েছে। এদিন হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, মহারাজের অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। এই বোর্ডে রয়েছেন ডা: সরোজ মণ্ডল, ডা: সপ্তর্ষি বসু ও ডা: সৌতিক পান্ডা। তাঁরা ডা: দেবী শেট্টি ও ডা: আফতাব খানের সঙ্গে সৌরভের স্বাস্থ্যের ব্যাপারে পরামর্শ করছেন। মেডিকেল বোর্ড বিসিসিআই প্রেসিডেন্টের শারীরিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
জানা গিয়েছে, শনিবার ডা: আফতাব খানের মেয়ের বিয়েতে গিয়েছিলেন সৌরভ। সোমবার রাত ১১:৩০টা নাগাদ তিনি উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন। এই মুহূর্তে তিনি ৩২৯ নম্বর আইসোলেশন কেবিনে রয়েছেন। তাঁর নমুনা জেনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হবে। এদিন হাসপাতালে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ দেখেছেন সৌরভ। নর্মাল লাঞ্চও করেছেন তিনি। জ্বর আসেনি। সিটি ভ্যালু ১৯। স্বস্তির কথা, সৌরভের পরিবারের কারও শরীরে করোনার কোনও উপসর্গ নেই।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial