মোস্তাক মোরশেদ হোসেন, রাঙ্গালিবাজনাঃ নিকাশি ব্যবস্থা নেই। তাই একপশলা বৃষ্টি হলেই জল জমে থাকে মাদারিহাট বীরপাড়া ব্লকের খয়েরবাড়ির মাদ্রাসা মোড়ের বাজারে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের দোকানপাটগুলির আশেপাশে জমা জল বের করে দেওয়ার জন্য কোনো নিকাশি নালা তৈরি করা হয়নি। তাই, বৃষ্টি হলে জল জমে থাকে দোকানপাটগুলির সামনে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, আগে মাদ্রাসা মোড় থেকে ইসলামাবাদ গ্রামে যাওয়ার রাস্তাটি কাঁচা ছিল। সেসময় বর্ষাকালে কোদাল দিয়ে রাস্তার পাশে সরু নালা তৈরি করে জল বের করে দেওয়া যেত। কিন্তু পরে রাস্তাটি পাকা করা হয়। ওই রাস্তার পাশেই অবস্থিত স্থায়ী দোকানগুলি। রাস্তাটি পাকা হওয়ায় সেটি কোদাল দিয়ে কেটে জল বের করে দেওয়ার কোনো উপায় নেই। ফলে আটকে থাকছে জল।
প্রসঙ্গত, মাদ্রাসা মোড়ে ২৫-৩০টি স্থায়ী দোকান ছাড়াও বেশকিছু সবজির অস্থায়ী দোকান বসে প্রতিদিন। আলাদা জায়গা না থাকায় রাস্তার ওপরই বাজার বসে। কিন্তু বৃষ্টি হলেই বিপাকে পড়েন ব্যবসায়ীরা। কারণ, বৃষ্টির জল রাস্তার ওপর ঘণ্টার পর ঘণ্টা ধরে জমে থাকে।
স্থানীয় দোকানদার নবীউল ইসলাম বলেন, ‘নিকাশি নালা তৈরি না করা পর্যন্ত সমস্যার সমাধান হবে না।’ মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্য তথা পূর্ত কর্মাধ্যক্ষ রশিদুল আলম বলেন, ‘মাদ্রাসা মোড়ের বাজারে নিকাশি নালা তৈরির ব্যাপারে চিন্তাভাবনা চলছে।’