ডিজিটাল ডেস্ক : প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় এই মুহূর্তে আর্থিক সংকট চরমে। জ্বালানিও প্রায় শেষ। এই অবস্থায় শ্রীলঙ্কায় বসবাসরত তামিলদের সাহায্য করার জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন কেন্দ্রের কাছে অনুমতির আর্জি জানালেন। কার্যত জানা গিয়েছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রীলংকার খাদ্য সংকট মেটাতে কিছু মানবিক সাহায্য করতে চান। আর তাই তিনি কেন্দ্রের কাছে তামিলনাড়ুর থুতুকুডি বন্দর থেকে শ্রীলঙ্কায় বিশেষ করে তামিলদের জন্য জলপথে ত্রাণ সামগ্রী পাঠানোর অনুমতি চেয়েছেন। প্রসঙ্গত জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করেও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রীলংকার মানুষদের সাহায্যের জন্য বেশ কিছুদিন আগেই আর্জি জানিয়েছিলেন। শুক্রবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তামিল সরকার শ্রীলঙ্কায় খাদ্যশস্য, সবজি এবং ওষুধ পাঠাতে আগ্রহী। শ্রীলংকার পূর্ব অংশ এবং রাজধানী কলম্বোয় বসবাসকারী ও কর্মরত তামিলদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবার কথা জানান এমকে স্ট্যালিন। তবে স্ট্যালিনের প্রত্যুত্তরে ভারত সরকারের কি সিদ্ধান্ত, তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি।
চরম আর্থিক সংকট ঠেকাতে শ্রীলংকা এবার পাশে চাইছে ভারত, চীন ও জাপানকে
ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন যাবৎ দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়(Srilanka) মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে। এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য এবার ভারত(India), চীন(China) এবং জাপানের(Japan)...
Read more