বর্ধমান ৮ নভেম্বরঃ ভীড়ের চাপে ধাক্কাধাক্কিতে বর্ধমান স্টেশানে পদপিষ্ট হলেন ১১ জন যাত্রী।শুক্রবার বিকালে স্টেশনের ৪ ও ৫ নম্বর প্লাটফর্মে একমাত্র সিড়ি দিয়ে নামা ও ওঠার জন্য প্রচণ্ড ভীড়ের কারণ এই পদপিষ্টের ঘটনা ঘটে। ওই সময়ে একদিকে ৪ নম্বর প্লাটফর্মে আপ পুরুলিয়া লোকাল দাঁড়িয়েছিল। অন্যদিকে তখনই ৫ নম্বর প্লাটফর্মে ঢোকে ডাউন পূর্বা এক্সপ্রেস। প্ল্যাটফর্মের একমাত্র সিড়িদিয়ে দুই ট্রেনের যাত্রীদের ওঠা-নামা নিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ধাক্কাধাক্কিতে পড়ে যান অনেকে। পড়ে যাওয়া যাত্রীদের উপর দিয়ে অন্য যাত্রীরা চলে যায়। দুর্ঘটনায় বেশ কয়েকটি শিশুও জখম হয়।আহতদের রেলপুলিশ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। জানা গিয়েছে স্টেশনের ৪ ও ৫ নম্বর প্লাটফর্মে নামা বা ওঠার জন্য রয়েছে একটি মাত্র সিঁড়ি । চলমান সিড়ি তৈরির কাজ চলায় অন্য যে সিঁড়ি আছে তা এখন পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। যাত্রীরা জানান এই রকম হুড়োহুড়ি বা ধাক্কাধাক্কি প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবু রেল প্রশাসন উদাসীন। তাছাড়া ঠিক সময়ে স্টেশনে মাইকিং করা হয় না বলেও অভিযোগ যাত্রীদের। একেবারে ট্রেন প্লাটফর্মের ঢোকার মুহূর্তে মাইকিং করা হয় বলে জানান তাঁরা। জিআরপি সূত্রে জানা গিয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মোট ১১ জন যাত্রীকে। তার মধ্যে দু’টি শিশু আছে। আহতদের মধ্যে একজন মহিলা যাত্রীর গুরুতর চোট পেয়েছেন।