চালসা: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন কর্মমুখী প্রকল্প সহ তাদের হস্তশিল্পের কাজ পরিদর্শন করল বিধানসভার স্ট্যান্ডিং কমিটি। পাঁচজন বিধায়কের ওই স্ট্যান্ডিং কমিটি শনিবার মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরা, লাটাগুড়ি ও নাগরাকাটা এলাকায় মহিলাদের হাতের কাজ পরিদর্শন করেন। সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা বলেন তাঁরা। মহিলাদের কাজের ক্ষেত্রে কোনও সমস্যা আছে কিনা, কাজে কেমন উন্নতি হচ্ছে ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন তাঁরা। এদিন দুপুরে কড়া পুলিশি নিরাপত্তায় স্ট্যান্ডিং কমিটির সদস্যরা দক্ষিণ ধূপঝোরার একটি স্বনির্ভর গোষ্ঠীর হাতের কাজ পরিদর্শন করেন। মহিলারা সকলকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। জানা গিয়েছে, ১০ থেকে ১৫ মে জলপাইগুড়ি ও কালিম্পং জেলার বিভিন্ন ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কর্মমুখী প্রকল্পের কাজ পরিদর্শন করছেন তাঁরা। স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে ঋণ নিয়ে মহিলারা কাজ করে কতটা স্বনির্ভর হয়েছেন সেটাও দেখা হচ্ছে। স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন বিধায়ক নীলাবতী সাহা বলেন, ‘মূলত মহিলারা সরকারি ঋণ নিয়ে কাজ করে কতটা স্বনির্ভর হয়েছেন সেটাই দেখা হয়েছে। যাবতীয় রিপোর্ট বিধানসভায় পেশ করা হবে।‘ স্ট্যান্ডিং কমিটিতে আছেন বিধায়ক মালতি রাভা রায়, শিখা চট্টোপাধ্যায়, মমতা ভুনিয়া সহ অন্যান্যরা। পরিদর্শনে আছেন ডেপুটি সেক্রেটারি ডোনা চক্রবর্তী, সেকশন অফিসার প্রণব কর, জেএসএ সব্যসাচী সানা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন দক্ষিণ ধূপঝোরায় উপস্থিত ছিলেন মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাস, মেটেলি ব্লক সুপারভাইজার প্রভাত রায় সহ অন্যান্যরা।
আরও পড়ুন : সম্পত্তি নিয়ে বিবাদ, বাবা-মাকে ঘরছাড়ার অভিযোগ ছেলে-বৌমার বিরুদ্ধে