মালবাজার: বোল্ডার বোঝাই ডাম্পার চাপা পড়ে মঙ্গলবার রাতে প্রাণ হারিয়েছিলেন ১৪ জন। সেই তালিকায় রয়েছেন মালবাজারের মেনকা রায় এবং লক্ষ্মী সিংহ রায়। বৃহস্পতিবার তাদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং গৌতম দেব। উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তাব্যক্তিরাও। দুই নিহতের পরিবারের লোকের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের হাতে আর্থিক সহযোগিতা বাবদ চেক তুলে দেওয়া হয় এদিন। অন্যদিকে এদিন দুই নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত রায়। পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনিও। উলটোদিকে, মৃতের পরিবারগুলির তরফে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার দাবি জানানো হয়েছে মন্ত্রী, সাংসদদের কাছে।
মন্ত্রী গৌতম দেব বলেন, ‘রাজ্য সরকারের নির্দেশমতো ২৪ ঘন্টার মধ্যেই হতাহতদের পরিবারের কাছে সরাসরি আর্থিক সহযোগিতা পৌঁছে দিলাম। আহতদের পরবর্তী চিকিৎসার প্রয়োজন হলে তাদের কলকাতাতেও চিকিৎসা এবং প্লাস্টিক সার্জারির জন্য নিয়ে যাব।‘
অন্যদিকে, মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেকই আমরা এসেছি। আমরা সকলেই শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।‘ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্মাণ সামগ্রী নিয়ে ওভারলোডিং গাড়ি চলাচলের বিষয়ে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে। তবে এখন ঘন কুয়াশার সময়। এই সময় সকলকেই সতর্কভাবে গাড়ি চালাতে হবে।‘
রাজ্যের মন্ত্রী এলাকা ছেড়ে চলে যাওয়ার কিছু সময় বাদেই সেখানে পৌঁছান বিজেপি সাংসদ ডা: জয়ন্ত রায়। তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা অখিল সরকার, রবি খালকো, মঙ্গল ওরাও, সুভাষ বোস, মানিক বৈদ্য প্রমূখ। সাংসদ জয়ন্ত রায় বলেন, ‘আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি। প্রধানমন্ত্রী দুর্ঘটনায় হতাহত পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। কেন্দ্র সরকার ঘোষিত আর্থিক সহায়তাও ওই পরিবারগুলি পাবে। আমরা আহতদের চিকিৎসার ক্ষেত্রেও দেখভাল করছি। অন্যদিকে তিনি অভিযোগ করে আরও বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালি, পাথর উত্তোলন নিয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না।‘