জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার বেশ কয়েকটি নির্বাচনি বুথ পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য নির্বাচনি অফিসার (সিইও) আরিজ আফতাব। শুক্রবার সন্ধ্যায় বৈঠকের পর শনিবার জলপাইগুড়ি(Jalpaiguri) সদর বিধানসভার আরটিসি নির্বাচনি বুথে আসেন সিইও। এদিন নির্বাচন কমিশন থেকে সচিত্র ভোটার তালিকায় নাম তোলা, সংযোজন, নাম বাদ দেওয়া নিয়ে বিশেষ ক্যাম্প বসানো হয়েছে প্রতিটি বুথে। বুথের পরিকাঠামো, ভোটার তালিকার কাজ দেখে রাজগঞ্জ, ফুলবাড়িতে বুথ পরিদর্শন করেন তিনি। এরপর বাগডোগরার উদ্দেশে রওনা দেন।