কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য। ২ জুলাই আদালত ভোট পরবর্তী হিংসা নিয়ে যে রায় দিয়েছিল, তার পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। রাজ্যের তরফে মঙ্গলবার আবেদন করা হয়, এই রায় একতরফাভাবে দেওয়া হয়েছে। রাজ্যের কোনও বক্তব্য না জেনেই রায় দেওয়া হয়েছে।
রাজ্যের তরফে আবেদনে জানানো হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন ৩০ জুন যে রিপোর্ট আদালতে জমা দিয়েছে সেই ব্যাপারে রাজ্যকে বা মামলাকারীকে কিছুই জানানো হয়নি। ফলে রাজ্য আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ পায়নি। তাই ওই রায় পুনর্বিবেচনা করা হোক এবং আপাতত ২ জুলাইয়ের রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়া হোক।
আগের নির্দেশে আদালত জানিয়েছিল, রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। কিন্তু রাজ্য সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ করেনি। পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে হিংসার ঘটনার প্রতিরোধ করেনি। বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায় অনেকে মারা গিয়েছেন, যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এমনকি নাবালিকারাও ছাড় পায়নি। বহু আক্রান্ত ব্যক্তি ঘরছাড়া।
আদালতে রাজ্য জানিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনকে সরকারের তরফে সবরকম সাহায্য করা হয়েছে। মানবাধিকার কমিশনের কাছে রাজ্য কোনও কিছুই লুকোয়নি। আবেদনে আরও বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের প্রাথমিক রিপোর্ট পর্যালোচনার কোনও সুযোগই রাজ্য সরকার পায়নি। এবার রাজ্য নিজের বক্তব্য জানাতে চায়। সেকারণে আগের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হচ্ছে।