কলকাতাঃ রাজ্য সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, কেন্দ্রকে মেডিকেল কিট দেওয়ারও অনুরোধ করেন তিনি। শুক্রবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী একথা ঘোষণা করেন। এছাড়াও, দিন আনা দিন খাওয়া মানুষদের কথা মাথায় রেখে আগামী ছ’মাস রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত ৫০ শতাংশ করে সরকারি কর্মচারী বাড়ি থেকে কাজ করবেন। বেসরকারি সংস্থাগুলোকেও হাজিরা ৫০ শতাংশ কমিয়ে দিতে অনুরোধ করেছেন তিনি।
সেপ্টেম্বর মাস পর্যন্ত রেশন ব্যবস্থার মাধ্যমে ৭ লক্ষ ৮৫ হাজার মানুষকে খাদ্যশস্য দেওয়া হবে বলে জানান মমতা। কলকাতায় এখনও আন্তর্জাতিক বিমান নামা বন্ধ হোক বলে দাবিও করেছেন মুখ্যমন্ত্রী।