ডিজিটাল ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যকে কোনরকম সাহায্য করা হচ্ছেনা। কিন্তু এবার আশার কথা শোনা যাচ্ছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা খাতে বাংলার জন্য ৫৮৪ কোটি টাকা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত, গ্রাম সড়ক যোজনা খাতে রাজ্য ও কেন্দ্রের সমান অংশীদারিত্ব থাকে। কেন্দ্রীয় সরকারের ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় বাংলার প্রচুর গ্রাম সড়ক তৈরি হয়েছে। হিসাব মতো ২০২৫ সালের মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-৩ এর আওতায় বাংলায় অন্তত ৬০০০ কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার কথা। খরচ হবে মোট ৫৫০০ কোটি টাকা।
সূত্রের খবর, সেই প্রকল্প খাতেই প্রথম কিস্তির টাকা পাঠাল কেন্দ্র। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত ভোটের আগে এই বরাদ্দ রাজ্য সরকারের জন্য ইতিবাচক বলেই দাবি রাজনৈতিক মহলের। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত ভোটের আগে এই টাকা গ্রাম সড়ক যোজনায় কাজে লাগানো হবে বলেই মনে করা হচ্ছে। তবে গ্রাম সড়ক যোজনার ক্ষেত্রে টাকা পাওয়া গেলেও এখনো পর্যন্ত ১০০ দিনের কাজের প্রকল্পের পাওনা টাকা কিন্তু রাজ্য পায়নি। নবান্নের দাবি, দিল্লি থেকে অন্তত পাঁচ হাজার কোটি টাকা পাওয়া যাবে। যদিও সে ব্যাপারে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনরকম ইঙ্গিত পাওয়া যায়নি। আপাতত ১০০ দিনের কাজের টাকা নিয়ে কিন্তু কেন্দ্র ও রাজ্যের মধ্যে চাপানউতোর বর্তমান।