কলকাতা, ৫ জুনঃ আধার কার্ড তৈরির দায়িত্ব পঞ্চায়েত ও পৌরসভার মতো স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হোক। চিঠি দিয়ে আধার কর্তৃপক্ষের কাছে এই দাবি জানাতে চলেছে রাজ্য সরকার।
রাজ্যের অনেক বাসিন্দাই এখনও আধার কার্ড পাননি। অনেকের আধার কার্ড ভুলে ভরা। সেইসব সংশোধন করতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেকে। তার পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রসচিবকে চিঠি লেখার নির্দেশ দেন। জানা গিয়েছে, আধার কার্ডের অভাবে কেউ যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করতেই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে।
- Advertisement -