ডিজিটাল ডেস্ক : রাজ্য জুড়ে হয়ে চলেছে একের পর এক ধর্ষণ কাণ্ড। ইতিমধ্যে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। যার মধ্যে উত্তর ২৪ পরগনার দুটি, মালদহের একটি এবং কলকাতার একটি ধর্ষণের ঘটনায় হাইকোর্ট নজরদারির দায়িত্ব তুলে দিয়েছে দময়ন্তী সেনের হাতে। এছাড়াও কলকাতা হাইকোর্টে নেত্রা, শান্তিনিকেতন, নামখানা, ময়নাগুড়ি এবং পিংলার মর্মান্তিক ধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপির আইনজীবী। আর সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার। কার্যত জানা যাচ্ছে, এই পাঁচটি ধর্ষণ মামলায় তদন্তের গতিপ্রকৃতি কি, তাই নিয়ে সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এই রিপোর্ট পাওয়ার পর কলকাতা হাইকোর্ট এবার কি সিদ্ধান্ত নেয়, সে দিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন : আবারও দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি ব্যাপক আতঙ্ক সোনারপুরে