উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২১-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে বুধবার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ১৬ হাজার ৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে।
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, এই মুহূর্তে শূন্যপদ রয়েছে ১৬ হাজার ৫০০টি। অন্যদিকে, রাজ্যে টেট পাশ করা চাকরি প্রার্থী আছেন ২০ হাজার। তার মধ্যে থেকেই ১৬ হাজার ৫০০ জনকে নিয়োগ করা হবে।
- Advertisement -
ডিসেম্বর থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে সেই প্রক্রিয়া শেষ হবে। টেট উত্তীর্ণ বাকি চাকরি প্রার্থীদের ধাপে ধাপে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবিষয়ে পরে বিস্তারিত জানাবে রাজ্যের শিক্ষাদপ্তর।