হরিশ্চন্দ্রপুর: লকডাউনের মধ্যেই চুরির ঘটনা ঘটল হরিশ্চন্দ্রপুরে। শুক্রবার হরিশ্চন্দ্রপুর চাঁচল জাতীয় সড়কের ধারে বটতলা এলাকার কাছে থাকা একটি পেট্রোল পাম্পে চুরি হয়।
ওই পাম্পের কর্মী বৈদ্যনাথ রাম জানান, আজ সকালে পাম্প খুলতে এসে তিনি দেখেন অফিসে বিদ্যুৎ নেই। তিনি পিছনে জেনারেটর ঘরটি খুলতে গিয়ে দেখেন ঘরের তালা ভাঙা এবং ঘরের মধ্যে রাখা জেনারেটর ও হাওয়া ভরার মেশিন দুটোই সেখান থেকে চুরি হয়ে গিয়েছে।
আরও খবর: করোনার থাবায় এবার বন্ধ হচ্ছে ইন্দো-বাংলাদেশ সীমান্তের মিলনমেলা
পাম্প কর্তৃপক্ষের ধারণা, এমনিতেই ফাঁকা জায়গায় ওই পেট্রোল পাম্পটি অবস্থিত। লকডাউনের জেরে বিকেলের পর থেকে এলাকা শুনশান হয়ে যায়। এই সুযোগে গতকাল গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে।
এর আগেও ওই পেট্রোল পাম্পে চুরির চেষ্টা হয়েছে। পরপর দু’বার এই ধরনের ঘটনা আতঙ্কে ছড়িয়েছে এলাকায়। ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’