বর্ধমান ১৮ ডিসেম্বরঃ মাটির নিচে থাকা ইন্ডিয়ান অয়েলের পাইপ লাইন ফুটো করে তেল চুরি করতে গিয়ে চাষের জমি তেলে ভরালো দুষ্কৃতিরা। চাষ জমি তেলে ভরে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন পূর্ব বর্ধমানের গলসির পারাজ এলাকার চাষিরা। খবর পেয়ে মঙ্গলবার রাতে ঘটনাস্থলে পৌঁছে ইন্ডিয়ান অয়েলের আধিকারিকরিরা পাইপলাইন মেরামতির কাজ শুরু করেছে। এই ঘটনা বিষয়ে গলসি থানায় অভিযোগ দায়ের করেছেন ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ।
ইন্ডিয়ান অয়েলের ম্যানেজার আশুতোষ মেহেতা জানিয়েছেন, পারাজ স্টেনের কাছের চাষ জমির নিচ দিয়ে যাওয়া তেলের পাইপ লাইন ড্রিল করে লোহার ভাল্ব লাগিয়ে তেল চুরি করা হয়েছে। সোমবার রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে তাঁরা অ্যালার্ম ম্যাসেজ পান। দুষ্কৃতিরা তেল চুরি করার সময়ে জমিতে প্রচুর তেল পড়ে। সে কারণেই জমি তেলে ডুবেছে। তিনি অভিয়োগ করেন কিছুদিন যাবৎ তেল চুরির ঘটনা শুরু হয়েছে। এরফলে ইন্ডিয়ান অয়েল আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পারাজ এলাকার চাষি শেখ লালন, শেখ সামসুলরা জানিয়েছেন, তাঁদের জমিতে কাটা ধান ফেলে রাখা ছিল। সব ধান তেলে ডুবে গেছে। এই ধান আর বিক্রী হবে না।