মুম্বই: ধাক্কা কাটিয়ে ফের সবুজ সংকেত শেয়ারবাজারে। আন্তর্জাতিক বাজার প্রসঙ্গে বলা যায়, এশিয়ার শেয়ারবাজারেও আজ অনেকটা ঘুরে দাঁড়িয়ে লেনদেন হচ্ছে। গতকালও চাঙ্গা থেকেই লেনদেন শেষ করেছিল দেশের শেয়ার বাজার।
Sensex up 547 points, currently trading at 53,971; Nifty at 16,154
— ANI (@ANI) March 9, 2022
বুধবার দেশের শেয়ারবাজার সূচকের দিকে চোখ রাখলে দেখা যায়, বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৫৪৭ পয়েন্ট বেড়ে ৫৩,৯৭১ এ পৌঁছায়। অন্যদিকে, নিফটিও যায় ১৬,১৫৪-এ। এদিন বাজার খোলার পরই সেনসেক্সে একবার লাল সংকেত দেখা গিয়েছিল। শীঘ্রই তা সবুজ সংকেতে ফিরে আসে।