গাজোল: চুরি যাওয়া বই উদ্ধার করলেন শিক্ষক-শিক্ষিকারা। ঘটনাটি গাজোল হাইস্কুল সংলগ্ন গাজোল হাই অ্যাটাচড জুনিয়র বেসিক স্কুলের। সূত্রের খবর, ওই স্কুল থেকে বই সহ একাধিক জিনিসপত্র চুরি হয়েছিল। প্রাথমিকভাবে নিজেরাই চুরির তদন্ত শুরু করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। এরপর পুরোনো জিনিসপত্র কেনে এমন একটি দোকান থেকে বস্তাবন্দি চুরি যাওয়া বইগুলি উদ্ধার করেন তাঁরা। দোকান মালিকের সহযোগিতায় চোরকে ধরা হয়। পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি সরকার বিশ্বাস জানান, বর্তমানে স্কুলের ছাত্রদের নতুন বই দেওয়ার কাজ চলছে। সেই উপলক্ষ্যে প্রচুর বই বিদ্যালয়ের সিঁড়ির ঘরের নীচে রাখা ছিল। সোমবার দুপুরে কিছু অফিশিয়াল কাজের জন্য বিদ্যালয় খোলা হয়। তখন দেখা যায়, বহু বইপত্র উধাও। চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।