রাঙ্গালিবাজনা: চুরি যাওয়া গাড়ি উদ্ধারের পাশাপাশি গাড়িটি চুরির অভিযোগে বৃহস্পতিবার এক যুবককে গ্রেপ্তার করল বীরপাড়া থানার পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন বীরপাড়া থানার মেজবাবু ফজলুল হক ও ওসি পালজার ভুটিয়া। এদিন সকাল ন’টা নাগাদ ভুটান সীমান্তবর্তী লঙ্কাপাড়া এলাকায় চুরি করা গাড়িটি চালিয়ে যাওয়ার সময় কানুন সুব্বা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বীরপাড়া থানার ওসি পালজার ভুটিয়া।
- Advertisement -
ধৃতকে এদিন আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত ১৬ জুন লঙ্কাপাড়া চা বাগানে চুরি যায় শিলিগুড়ির বাসিন্দা এক ব্যক্তির গাড়ি।