রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের( Raiganj Medical College and Hospital)স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট (এসএনসিইউ) থেকে সদ্যোজাত চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় অভিযুক্ত খোদ সদ্যোজাতর পিসেমশাই। যদিও পরে রায়গঞ্জ থানার পুলিশের তৎপরতায় বরুয়া গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকা থেকে সদ্যোজাতকে উদ্ধার করা হয়। এদিকে এই ঘটনায় মেডিকেল কলেজ ক্যাম্পাসে অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করে সদ্যোজাতর মামার বাড়ির লোকেরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মেডিকেল চত্বরে।
মেডিকেল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৮ ফেব্রুয়ারি মেডিকেলে ভর্তি হন বরুয়া গ্রাম পঞ্চায়েতের বড়বড়ুয়া গ্রামের বাসিন্দা জান্নাতুন বেগম। শুক্রবার মেডিকেলে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। তবে সদ্যোজাতর শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় এসএনসিইউ’তে ভর্তি করা হয়। মঙ্গলবার কাউকে না জানিয়ে অভিযুক্ত তাকে বাড়িতে নিয়ে চলে আসে। এদিন সকালে মেডিকেলে তার মামা, দাদু ও দিদা গিয়ে জানতে পারেন পিসি ও পিসেমশাই তাকে নিয়ে গিয়েছে। এদিকে অভিযুক্ত পিসেমশাই জহুরুল ইসলামকে জিজ্ঞাসা করলে প্রথমদিকে তিনি বিষয়টি অস্বীকার করলেও পরে পুলিশের চাপে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপরই মেডিকেলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সদ্যোজাতর মামা রফিকুল আলির বক্তব্য, তাঁর ভাগ্নাকে বিক্রি করার চেষ্টায় ছিল জহুরুল ইসলাম। রায়গঞ্জ মেডিকেলের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে। রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন জানিয়েছেন, সদ্যোজাতকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু