কোচবিহার: রবিবারের পর মঙ্গলবার ফের ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ল কোচবিহার-১ ব্লকের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার গভীর রাতে শুকটাবাড়ি, মোয়ামারি সহ বিভিন্ন এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়।
রবিবার ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যেই বিপর্যস্ত এলাকা। ত্রিপল টাঙিয়ে কোনওমতে দিন কাটাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রাতের ঝড়ে সেটুকুও ধূলিসাৎ হয়ে যায়। অনেকেই স্থানীয় একরামিয়া হাই মাদ্রাসায় আশ্রয় নেন। প্রশাসনের তরফে ত্রিপল দেওয়া হয়েছে। এছাড়া কমিউনিট কিচেন খুলে খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও এনজিওগুলির তরফে খাবারের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন : বিদ্যুতের ছেঁড়া তার জোড়া দিতে গিয়ে মৃত্যু