দিনহাটা: অল্প সময়ের ঝড়ে লন্ডভন্ড দিনহাটা (Dinhata)। বুধবার ভোরে ঝড়ের তাণ্ডবে দিনহাটা শহরে ভেঙে পড়ে ৩০টিরও বেশি গাছ। গাছ চাপা পড়ে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দিনহাটার চওড়াহাট বাজারে ১০টিরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এদিন ঝড়ে দিনহাটা মেন রোড, গোপালনগর, বাইপাস ও চওড়াহাট বাজার এলাকায় একাধিক গাছ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক উৎপলেন্দু রায়, চওড়াহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ সাহা সহ অন্যরা। পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, গাছ পড়ে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পুরকর্মীরা দ্রুত গাছ কেটে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
আরও পড়ুন: জমির পাকা খতিয়ানের দাবিতে বিক্ষোভ সাবেক ছিটের বাসিন্দাদের