ডিজিটাল ডেস্কঃ সিলসিলা। রং বরসে ভিগে চুনারেওয়ালি রং বরসে। একটা গান একটা গোটা উৎসবের সঙ্গে মিলেমিশে রয়েছে। আরও রয়েছে, তার শিল্পীদের জন্য। অমিতাভ, রেখা আর জয়া। সে সময় এ ছবি তেমন বাজার না পেলেও, দিন যত গড়িয়েছে, ততই যেন বলিউডের আত্মা হয়ে উঠেছে। কিন্তু এমন প্রায় অসম্ভব এক সহাবস্থান সম্ভব হল কী করে? নেপথ্য কারিগরের নাম যশ চোপড়া। শুরুতে কিন্তু এই তালিকা ছিল না। অমিতাভের সঙ্গে ছিলেন পরভিন ববি আর স্মিতা পাতিল। সইসাবুদও হয়ে গিয়েছিল। যশ গেছেন কাশ্মীর। সেখানে অন্য একটা ছবির শুটিং করছেন অমিতাভ। একদিন অমিতাভই যশ চোপড়াকে জিজ্ঞেস করলেন, সিলসিলা ছবির শিল্পী তালিকা নিয়ে তিনি খুশি কিনা। তো-তো করে যশ বলেই ফেললেন, তিনি চেয়েছিলেন রেখা আর জয়াকে। এক দীর্ঘ নীরবতার পর অমিতাভ জানালেন, তাঁর আপত্তি নেই। তবে দুই অভিনেত্রীকে রাজি করাতে হবে তাঁকেই। এদিকে যশ চোপড়ার কাছ থেকে প্রস্তাব পেয়ে এককথায় রাজি হয়ে গেলেন দুজনেই। অবাক কাণ্ড! তবে যশ চোপড়া কিন্তু শর্তই করিয়ে নিলেন, শুটিং সেট রাখতে হবে নির্ঝঞ্ঝাট। কোনও সমস্যা করা চলবে না। কথা দিলেন জয়া আর রেখা। নির্বিঘ্নেই হল শুটিং। আর পরভিন এবং স্মিতা? প্রথমজন বাদ গেলেও হাসিমুখে মেনে নেন। স্মিতা যদিও একটু অভিমান করেছিলেন বলে শোনা যায় এখনও।
আরও পড়ুন : বচ্চন পাণ্ডে, বেগ দেবে বিবেক অগ্নিহোত্রীর তোলপাড় করা ছবি?