পঙ্কজ মহন্ত, বালুরঘাট : করোনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। রবিবার সকালে নিত্য প্রযোজনীয় জিনিস কিনতে বের হতেই বালুরঘাটবাসীর নজরে পড়ে, রাস্তায় রঙিন আলপনা সহ একাধিক সচেতনতার বার্তা। জেলা প্রশাসনের এমন নান্দনিক প্রচার সাড়া ফেলেছে বালুরঘাটবাসীদের মধ্যেও।
করোনা সংক্রমণ সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে জেলা প্রশাসনের তরফে লিফলেট, মাইকিং, পোস্টার, হোর্ডিং সহ নানাভাবে প্রচার করা হয়েছে। এবার জনসচেতনতায় এক ধাপ এগিয়ে শিল্পের মাধ্যমে প্রচারে নামল জেলা প্রশাসন। বালুরঘাটে একাধিক ব্যস্ততম রাস্তা সেজে উঠল সচেতনতা বার্তা নিয়ে যে রাস্তাগুলো শনিবার পরিষ্কার ছিল, পরদিন সকালে আশ্চর্যজনকভাবে রঙিন হতে দেখে চমকে উঠেছেন বালুরঘাটবাসী। এদিন বালুরঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা, জেলা হাসপাতাল, সার্কিট হাউজের মাঝের রাস্তা, পুর বাসস্ট্যান্ড থেকে ডানলপ মোড়ের রাস্তায় রঙিন আলপনায় করোনার উপসর্গ থেকে শুরু করে তা নির্মূল করার বার্তা দেওয়া হয়েছে।
এই বিষয়ে জেলাশাসক নিখিল নির্মল জানান, করোনা বিষয়ক সচেতনতার প্রচারে নতুনত্ব নিয়ে আসতে প্রথম পর্যায়ে বালুরঘাট পুরসভা এলাকার বিভিন্ন রাস্তায় স্ট্রিট আর্ট করা হয়েছে। পরবর্তীতে আমরা বালুরঘাটের ব্লকের বিভিন্ন রাস্তাতেই এইভাবে প্রচার কাজ চালাব। এপ্রসঙ্গে গ্রিন মার্চেন্ট শিল্প সংস্থার তরফে দেবাশিস শিকদার জানান, জেলাশাসকের তরফে আমরা করোনা রুখতে স্ট্রিট আর্ট করার জন্য নির্দেশ পাই। আমরা আটজনের দল মিলে শনিবার রাতের মধ্যেই এই কাজ সেরে ফেলি। প্রফুল্ল পর্বন, অরবিন্দ সরকার, ধনঞ্জয় ঘোষ, শ্যামল দাস, পল্লব রায়, বাপ্পা চক্রবর্তী ও সুরজিৎ বিশ্বাস এই বার্তাবাহক ছবিগুলো নির্মাণ করেন। এই স্ট্রিট আর্ট মূলত জনবহুল এলাকার রাস্তায় করা হয়। বালুরঘাটের স্ট্রিট আর্টে করোনার উপসর্গ, সামাজিক দূরত্বের প্রযোজনীয়তা, করোনাকে দূরে রাখার বিভিন্ন উপায় চিত্রায়িত করা হয়েছে। এর আগেও আমরা কলকাতার বিভিন্ন জায়গায় এই শিল্পকলা করেছি। করোনা সচেতনতার প্রচারে বাসিন্দাদের সদর্থক সাড়া মিলবে বলে মনে করছি। নাট্যকর্মী অপূর্ব চক্রবর্তী জানান, বালুরঘাটে এমন প্রচার প্রথমবার দেখলাম। এই ধরনের শৈল্পিক প্রচার বালুরঘাটের বিভিন্ন মোড়ে আলোড়ন সৃষ্টি করবে সন্দেহ নেই। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।