কলকাতা: বরানগর(Baranagar) বিশেষভাবে সক্ষমদের জন্য তৈরি হাসপাতালের হস্টেলে ছাত্রের রহস্যমৃত্যু। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম মনোরঞ্জন সিং। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। বিক্ষোভে শামিল হন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, হাসপাতালের অব্যবস্থার জেরেই প্রাণ হারিয়েছেন পড়ুয়া।
জানা গিয়েছে, মঙ্গলবার কলেজে নবীনবরণ। ফলে গতকাল গভীর রাত পর্যন্ত মহড়া চলে। এরপর হস্টেলে নিজের ঘরে চলে যান প্রিয়রঞ্জন। কিছুক্ষণ পর তাঁর রুমমেটরা ঘরে গিয়ে দেখেন দরজা বন্ধ। ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় দরজা ভাঙা হয়। এরপর পড়ুয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন সহপাঠীরা। অভিযোগ, বিশেষভাবে সক্ষম হাসপাতালে নেই জরুরি বিভাগ। এমনকি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও নেই। ফলে সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন সহপাঠীরা। বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের মূল গেট। ফলে বন্ধ হয়ে যায় পরিষেবা। হাসপাতাল চত্বরে বসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, এর আগেও হাসপাতালের অব্যবস্থার জেরে সমস্যায় পড়তে হয়েছিল। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।