মালবাজার: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পড়ুয়ার। শনিবার ঘটনাটি ঘটে মাল ব্লকের সাইলি চা বাগানে। মাল থানা সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রিয়া টোপ্পো (১০)। বাড়ি বাগানের চেল লাইনে। সে স্থানীয় বেসরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। এদিকে ঘটনার পর এদিন বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শী বিনয় বরা জানান, এদিন ওই পড়ুয়া বৃষ্টিতে ছাতা নিয়ে সেখান দিয়ে যাওয়ার সময় খানাখন্দে পড়ে যায়। কাছে গিয়ে বিনয়বাবু দেখেন, বিদ্যুতের তার ছিঁড়ে তার ছাতায় পড়েছে। তাকে লাঠি দিয়ে কোনওভাবে সরানোর চেষ্টাও করেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। খবর পেয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে যান। এদিকে ওই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, বিদ্যুতের তারের দ্রুত রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন দাবি তুলে সাইলি এলাকায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ বিভাগের আধিকারিক কুশল সরকার, নবীন কুমার প্রমুখ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।